Published : 26 May 2025, 01:49 PM
সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছে ৫ স্কি-অভিযাত্রীর মরদেহ পেয়েছেন উদ্ধারকারীরা।
ভ্যালে আল্পস পর্বতমালার ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্ফিশহর্ন শৃঙ্গে ওঠার পথে একদল পর্বতারোহী চূড়ার কাছে পড়ে থাকা কয়েক জোড়া স্কি দেখতে পেয়ে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে খবর দেওয়ার একদিন পর এ পাঁচ অভিযাত্রীর মরদেহ মিলল।
আকাশ ও স্থলপথে অনুসন্ধানের পর চূড়ার নিচে অ্যাডলার হিমবাহে ওই মরদেহগুলো পাওয়া যায় বলে রোববার এক বিবৃতিতে জানায় ভ্যালের স্থানীয় পুলিশ।
এর মধ্যে তিনটি মরদেহ এক জায়গায় পাওয়া গেছে, বাকি দুটি মিলেছে একটি সরু বরফখণ্ডের উপরের অংশে, উদ্ধারকারী সংস্থা এয়ার জারমাটের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই পর্বতারোহীরা যে জায়গায় স্কি পড়ে থাকতে দেখেছিলেন, তার কয়েকশ মিটার নিচে প্রথম তিন অভিযাত্রীর মরদেহ মেলে; বাকি দুজনেরটা পাওয়া যায় সেখান থেকে বেশ খানিকটা উপরে।
উদ্ধার অভিযানের শেষদিকে পঞ্চম জোড়া স্কি পাওয়া যায়, যাতে বোঝা যাচ্ছে ওই ৫ জন একসঙ্গেই অভিযানে এসেছিলেন।
উদ্ধার মরদেহগুলোর নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ক্যান্টন ভ্যালে সরকারি কৌঁসুলির কার্যালয় তদন্ত শুরু করেছে।
দেশটির অন্যতম বিলাসবহুল রিসোর্ট জারমাটে সাধারণত ধনী ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় স্কি-অভিযাত্রীরা যান। রিসোর্ট থেকে রিম্ফিশহর্ন চূড়ার দূরত্ব প্রায় ৫ ঘণ্টা, এবং বেশ ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হয়।