Published : 10 Jun 2024, 10:14 PM
কানাডায় ফের খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। গত শুক্রবার কানাডার সারেতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবরাজ গয়ালের বাড়ি (২৮) ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায়।
সোমবার এনডিটিভি জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গয়ালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তারা এখনও গয়ালের হত্যার কারণ খুঁজে পায়নি।
গয়াল দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স (স্নাতক-সম্মান) শেষ করে ২০১৯ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় কানাডায় পাড়ি জমান।
সম্প্রতি তিনি কানাডার স্থায়ী নাগরিকত্ব পান। যুবরাজ কানাডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
কানাডা পুলিশের তদন্ত দলের সদস্য সার্জেন্ট টিমোথি পিয়ারোটি এক বিবৃতিতে বলেন, ‘সারে আরসিএমপি, এয়ার ১ এবং আইইআরটির কঠোর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ।
তবে আমাদের এখনও অনেক কাজ করা বাকি। অনুসন্ধান চলমান এবং যুবরাজ গয়াল কেন এই হত্যাকাণ্ডের শিকার হলেন তার কারণ খুঁজতে তদন্তকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
চলতি বছরে এপ্রিল মাসে কানাডার ভ্যানকুভারেও এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়। কানাডার পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।