Published : 02 Jul 2025, 02:57 PM
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে ঘটনাস্থল থেকে কাঁলো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে।
সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসওএনএনএ সামাজিক মাধ্যম এক্স এ জানিয়েছে, আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট এন্ড স্টাবিলাইজেশন মিশন ইন সোমালিয়ার (এইউএসএসওএম) এই হেলিকপ্টারটিতে আটজন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি ল্যান্ড করার সময় সেটি বিধ্বস্ত হয়।
আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় আর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে।
রয়টার্স জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য এইউএসএসওএমের মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিমানবন্দরটিতে কর্মরত ফারাহ আব্দুলাহ রয়টার্সকে বলেন, “আমরা বিস্ফোরণে শব্দ শুনে দেখি ধোঁয়া, একটি হেলিকপ্টারের উপরে আগুন জ্বলছে। ধোঁয়ায় হেলিকপ্টারটি পুরোপুরি ঢাকা পড়ে যায়।”
জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে প্রতিরোধ করার ক্ষেত্রে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করতে সোমালিয়ায় এইউএসএসওএমের ১১ হাজারেরও বেশি সেনা মোতায়েন আছে।
আল কায়েদার শাখা এই জঙ্গি গোষ্ঠীটি সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রায় দুই দশক ধরে লড়াই করছে। আল শাবাব সোমালিয়াজুড়ে ইসলামিক শরিয়া আইনের কট্টরপন্থি একটি ধারাভিত্তিক নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চায়।
হেলিকপ্টারটি কোন দেশের তা জানা যায়নি। কেউ কেউ বলছেন, এটি উগান্ডার আর অন্যরা বলছেন যুক্তরাষ্ট্রের।
প্রযুক্তিগত সমস্যায় না শত্রুতামূলক পদক্ষেপ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হয়নি। আল শাবাবসহ কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
আল শাবাব সমর্থিত কালামাডা নিউজ মোগাদিশুর হেলিকপ্টার বিধ্বস্তের ভিডিও পোস্ট করে বলেছে, “ক্রুসেডারদের হেলিকপ্টার।”
Al Shabab aligned Calamada news posted alleged video of the results of a crashed Helicopter in the Xane military camp in Mogadishu they don’t specify what nation just saying the crusaders. It likely belongs to a amisom nation pic.twitter.com/WtdiY7qwUx
— Nick James (@NickJames143989) July 2, 2025