Published : 04 Jun 2025, 01:05 PM
ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণ নিতে আসা বহু ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) তাদের বিতরণ কেন্দ্রের সীমার বাইরেও বেসামরিকদের নিরাপত্তা জোরদার করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে ফাউন্ডেশন বুধবার গাজায় ত্রাণ বিতরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জিএইচএফ জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে সামরিক এলাকার আশপাশ দিয়ে ‘হেঁটে আসা মানুষদের এমনভাবে গাইড করতে বলছে যা বিভ্রান্তি ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি কমে, বেসামরিকদের জন্য আরও পরিষ্কার নিদের্শনা এবং বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ বৃদ্ধি করতে বলছে।
“ত্রাণ গ্রহণ করা বেসামরিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” বলেছেন জিএইচএফের মুখপাত্র।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জিএইচএফের কেন্দ্রগুলোর দিকে যাওয়া এলাকাগুলোকে ‘যুদ্ধের অঞ্চল’ অভিহিত করে সেখানে চলাফেরার বিরুদ্ধে বেসামরিকদের সতর্ক করেছে; জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, জিএইচএফের খাদ্য ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হুমকি মনে করে একদল মানুষের ওপর গুলি চালিয়েছে তারা।
রেডক্রস জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত ও বহু আহত হয়েছেন।
জিএইচএফ জানিয়েছে, ঘটনাটি যেখানে ঘটেছে সেটি তাদের কেন্দ্র থেকে ‘বেশ দূরে’।
মঙ্গলবার যে ফিলিস্তিনিরা জিএইচএফের খাবারের বাক্স সংগ্রহ করেছেন তারা বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। জনতা ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ার পর কেউ সরবরাহ হস্তান্তর তদারকি ও পরিচয়পত্র পরীক্ষা করেনি বলে জানিয়েছেন তারা।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মঙ্গলবার বলেছেন, “এটি অগ্রহণযোগ্য। বেসামরিকরা ঝুঁকি নিচ্ছেন আর বেশ কয়েকটি ঘটনায় তারা শুধু খাবার সংগ্রহের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন “
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন করা ত্রাণ বিতরণ মডেলের ‘সবটাই একটা বিপর্যয়ের রেসিপি, এখন যা ঘটছে এটা ঠিক তাই’।
জাতিসংঘ ও অন্য ত্রাণ সংস্থাগুলো জিএইচএফের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি নিরপেক্ষ নয় আর তাদের বিতরণ মডেল ত্রাণকে সামরিকীকরণ করেছে।
জিএইচএফ তাদের বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিয়ে আসতে মার্কিন বেসামরিক নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানিগুলোকে ব্যবহার করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে অস্ত্রবিরতি ও গাজায় মানবিক ত্রাণ প্রবেশের দাবিতে বুধবার একটি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ টানা ১১ সপ্তাহ অবরুদ্ধ করে রাখায় ফিলিস্তিনি ছিটমহলটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। এরপর প্রবল আন্তর্জাতিক চাপে ইসরায়েল ত্রাণ সরবরাহ প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল রয়ে গেছে। এরমধ্যে যেটুকু ত্রাণ গাজায় পৌঁছাচ্ছে তা বিতরণের সময় ব্যাপক বিশৃঙ্খলা, হট্টগোল তৈরি হচ্ছে আর তার মধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় প্রতিদিন বহু বেসামরিকের মৃত্যু হচ্ছে।