Published : 16 Jun 2025, 08:52 PM
ইসরায়েলি ‘আগ্রাসনের’ বিরুদ্ধে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘ, ইসলামি দেশসমূহ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান সরকার।
সোমবার ঢাকায় ইরান দূতাবাসের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে জায়নবাদী ইসরাইল সরকারের নগ্ন আগ্রাসন এবং দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী ও শিশুর শাহাদাতের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।
“এই আগ্রাসন জাতিসংঘ সনদের, বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এটি ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণও। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সংগত অধিকার সংরক্ষণ করে।”
ইরান দূতাবাস বলছে, “আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামি দেশসমূহ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন এ আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়।
“এ আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায় জায়নবাদী শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে।”