Published : 12 Jun 2025, 05:23 PM
জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি সম্বলিত একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে।
গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একইরকম একটি প্রস্তাবে ভিটো দেওয়ার পর এই খসড়া প্রস্তাব উত্থাপন করা হল।
১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে এই খসড়া প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। যদিও ইসরায়েল এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে দেশগুলোকে এতে অংশ না নেওয়ার জন্য লবিং করে আসছে।
সাধারণ পরিষদের প্রস্তাবগুলো বাধ্যতামূলক না হলেও যুদ্ধের ক্ষেত্রে তা বৈশ্বিক দৃষ্টিকোণের প্রতিফলন ঘটানোর কারণে এর গুরুত্ব আছে।
এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে সাধারণ পরিষদের দাবি উপেক্ষিত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো এখানে কোনও দেশের ভিটো দেওয়ার অধিকার নেই।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটটি এমন সময়ে হচ্ছে, যখন আগামী সপ্তাহে জাতিসংঘ একটি সম্মেলন আয়োজন করছে। এর লক্ষ্য হল, ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা নতুন করে শুরু করা।
তবে যুক্তরাষ্ট্র এই সম্মেলনে দেশগুলোকে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, যে দেশগুলো ইসরায়েলবিরোধী পদক্ষেপ নেবে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিরোধিতা করছে বলে গণ্য হবে এবং তারা কূটনৈতিক পরিণতির মুখোমুখি হতে পারে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের গাজা বিষয়ক খসড়া প্রস্তাবে ভিটো দিয়ে বলেছিল, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতির চেষ্টাকে ক্ষুন্ন করতে পারে।
নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি সদস্য দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসে ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পরও সেখানে সামান্য সাহায্য পৌঁছেছে।