Published : 11 Aug 2024, 05:31 PM
মেক্সিকোর মাদক পাাচরকারী অপরাধী চক্র সিনালোয়ার সহ-প্রতিষ্ঠাতার দাবি তাকে তার দেশ থেকে অপহরণ করে, তার ইচ্ছার বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করা একটি নাটকীয় মামলার এক পর্যায়ে এ মন্তব্য করেছেন ইসমাইল 'এল মায়ো' জাম্বাদা।
শনিবার তার আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাম্বাদা বলেন, গত মাসে তাকে গ্রেপ্তারের বিষয়ে যে গুজব ও ভুল তথ্য ছড়িয়েছে তা পরিষ্কার করার লক্ষ্যে তিনি এই বিবৃতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, সিনালোয়া চক্রের আরেক সহ-প্রতিষ্ঠাতা জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলেদের একজন জোয়াকিন গুজম্যান লোপেজের সঙ্গে জাম্বাদা ২৫ জুলাই টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে এসে নামার পর তাদের গ্রেপ্তার করা হয়।
কিন্তু শুক্রবার জাম্বাদার আইনজীবী জানান, গুজম্যান লোপেজ ও সামরিক পোশাক পরা ছয় ব্যক্তি মেক্সিকোর সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানের কাছ থেকে তার মক্কেলকে 'জোর করে অপহরণ' করে আর তার ইচ্ছার বিরুদ্ধে উড়োজাহাজে উড়িয়ে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।
অপরদিকে গুজম্যান পরিবারের আইনজীবী অপহরণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন, দীর্ঘ আলোচনার পর পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করা হয়েছে বলে জানিয়েছেন।
শনিবার জাম্বাদা তার বিবৃতিতে বলেন, তার গ্রেপ্তারকে ঘিরে সত্য বের আসা দরকার বলে তিনি মনে করছেন। বলেন তিনি তার ‘অপহরণ’ সম্পর্কে যা বলেছিলেন সেগুলো ‘মিথ্যা’ ছিল।
ব্যাখ্যা করে তিনি বলেন, গুজম্যান লোপেজ ২৫ জুলাই তাকে কুলিয়াকানের কাছে একটি খামারে বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়, সেখানে লোপেজের সঙ্গে দেখা হওয়ার আগে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয় তার। লোপেজকে ছোটকাল থেকে চিনতেন বলে জানিয়েছেন তিনি।
“সে তাকে অনুসরণ করার জন্য আমার দিকে ইশারা করে,” বিবৃতিতে বলেছেন জাম্বাদা। যেহেতু সেখানে যারা ছিল সবাইকে ‘বিশ্বাস’ করতেন তাই কোনো ‘অস্বস্তি ছাড়াই’ লোপেজকে অনুসরণ করেন তিনি।
জাম্বাদা বলেন, “আমি তাকে বিশ্বাস করেছিলাম, তাই তার কথা মত আমি সেখানে যাই। আমাকে অন্য একটি অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া হয়। ওই কক্ষে পা রাখা মাত্র আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়।”
তিনি জানান, এরপর একদল লোক তাকে মারধর করে, তাকে মাটিতে ফেলে দেয় আর তার মাথার ওপর একটি কালো রঙের হুড পরিয়ে দেয়।
“তারা আমাকে বেঁধে ফেলে আর হ্যান্ডকাফ পরিয়ে দেয়, তারপর একটি পিক-আপ ট্রাকের ভেতরে রাখা বিছানায় জোর করে শুইয়ে দেয়।”
জাম্বাদা জানান, ঘটনার সময় তিনি তার পিঠে, হাঁটুতে এবং কব্জিতে "গুরুতর আঘাত" পান। পরে পিক-আপটি নিকটবর্তী একটি বিমান অবতরণ ক্ষেত্রে গিয়ে হাজির হয় আর তাকে ‘জোর করে একটি ব্যক্তিগত উড়োজাহাজে তোলা হয়’।
উড়োজাহাজে উঠে লোপেজ তার হুড খুলে ফেলেন এবং তাকে সিটের সাথে 'বেঁধে' রাখেন।
“বিমানটিতে লোপেজ, আমি ও পাইলট ছাড়া আর কেউ ছিলেন না,” বলেন তিনি। তিনি জানান, তারা সরাসরি উড়ে টেক্সাসের এল পাসোতে চলে আসেন। সেখানে বিমাবন্দরের টারমাকে মার্কিন ফেডারেল এজেন্টরা তাকে তাদের হেফাজতে নিয়ে নেয়।