Published : 14 Oct 2023, 04:44 PM
কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছে নরেন্দ্র মোদীর সরকার। ‘ফিন্যান্সিয়াল টাইমস’ মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে।
ভারতের দৃষ্টিতে নিহত নিজ্জার একজন ‘সন্ত্রাসী’। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।
ফিন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, চলে যেতে বলা কূটনীতিকদের কেউ ১০ অক্টোবরের পরও রয়ে গেলে তাদের কূটনৈতিক ছাড় প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত।
ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। ভারত বলেছে, তাদের মোট সংখ্যা মোট ৪১ জন কমাতে হবে। ভারত ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকরা ‘সহিংসতার আবহ এবং ভয়ভীতির পরিবেশের’ মধ্যে আছে। সেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে। সংবাদসূত্র; রয়টার্স, ফিন্যান্সিয়াল টাইমস
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: