০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
পেশায় শিক্ষক। বেড়ে উঠেছেন যমুনা ও ইছামতি নদীর তীর ঘেঁষা পাবনার বেড়া উপজেলায়। নিজ উপজেলায় স্কুল ও কলেজ জীবন শেষ করে পা রাখেন সরকারি এডওয়ার্ড কলেজে। পেশাগত জীবনের শুরুতে সাংবাদিকতা করেছেন কিছুদিন। তবে লেখালেখিকেই নিয়েছেন ব্রত হিসেবে। বিশ্বাস করেন শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রজন্মের মধ্যে সেই বিশ্বাস ছড়িয়ে দিতে কাজ করছেন। ২০২১ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে পাঁচটি বই।
পরিবার সামলে, সমাজ টপকে এগিয়ে চলা নারীরাই গ্রামের ভিত মজবুত করছেন, অথচ স্বীকৃতি দূরের পথ।
‘অটোপাস’ সংস্কৃতির পেছনে ছুটে শিক্ষার মূল উদ্দেশ্য ভুলে যাচ্ছি আমরা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—তিন পক্ষেরই আত্মসমালোচনার আয়নায় মুখ দেখার সময় এসেছে।
আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা আশা করি যেখানে কেউ শিক্ষা গ্রহণকে চাপ হিসেবে না নিয়ে সহজ স্বাভাবিকভাবে জ্ঞানান্বেষণের কাজটি করতে পারবে।