Published : 26 Mar 2025, 12:11 AM
হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপকের (জিএম) লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
আহসান উল্লাহ নামের ওই কর্মকর্তা দুদিন ধরে নিখোঁজ ছিলেন।
তুরাগ থানার ওসি রাহাত খান বলেন, মঙ্গলবার দুপুরে দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি প্লটের পাশে তার লাশ পাওয়া যায়।
হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার’ কারখানার জিএম ছিলেন আহসান উল্লাহ। তার বয়স ৪৮ বছরের মত।
ওসি রাহাত খান বলেন, “লাশটা আমরা বিবর্ণ অবস্থায় পেয়েছি। শরীরে জখম আছে, তবে তেমন দৃশ্যমান নয়। পারিপার্শ্বিক আলামত মিলিয়ে আমরা ধারণা করছি, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।”
গত রোববার বিকাল থেকে আহসান উল্লাহ নিখোঁজ ছিলেন জানিয়ে ওসি বলেন, “সোমবার তার নিখোঁজের বিষয়ে পরিবারের তরফে একটি জিডিও হয়।”