Published : 11 Feb 2025, 12:02 AM
‘জ্ঞাত আয়-বহির্ভূত’ ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দিপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের তথ্য দেন।
চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এজাহারে। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
অপরদিকে তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছে বলে এজাহারে বলা হয়েছে।
বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মত দীপু মনিও প্রকাশ্যে ছিলেন না। সরকার পতনের দুই সপ্তাহের মাথায় ২০২৪ সালের ১৯ অগাস্ট সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গণআন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক মামলায় আসামি দীপু মনি। তাকে রিমান্ডে নিয়েও কয়েকদফা জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তিনি এখন কারাগারে।
ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের আগস্টে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।