Published : 12 Jun 2025, 07:17 PM
রাজধানীর সবুজবাগ এলাকায় আট দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর পাঁচ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে খণ্ডিত ওই মৃতদেহের ডানহাতটি পাওয়া যায়নি বলে সবুজবাগ থানার এসআই শামসুল আমিন জানিয়েছেন।
নিহত জাকির হোসেন (৫৫) ভাঙ্গারী ব্যাবসায়ী ছিলেন। এ ঘটনায় মোহাম্মদ আজহার নামে জাকিরের পূর্ব পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজহারের দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার একটা জংলা খালি জায়গায় মাটি চাপা দেওয়া অবস্থায় জাকিরের লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়।
এসআই শামসুল আমিন বলেন, গত ৪ জুন থেকে ওই ব্যাবসায়ী নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায়, তারই পরিচিত আজাহার তাকে ফোনে ডেকে নিয়ে গিয়েছিলেন। এর পর থেকে আর তাকে পাওয়া যাচ্ছিল না।
"আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ও প্রযুক্তি ব্যাবহার করে রাজধানীর মহানগর এলাকা থেকে প্রথমে আজাহারকে আটক করি, পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকিরকে হত্যার কথা সে স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যে জাকিরের বাড়ির পাশে বাইকদিয়া এলাকার একটি জঙ্গলায় বালু চাপা দেওয়া অবস্থায় টুকরো লাশ উদ্ধার করা হয়।"
আজাহারকে জিজ্ঞাসাবাদের বরাতে এসআই শামসুল বলেন, “জাকিরকে প্রথমে রড দিয়ে মাথায় আঘাত করা হয়। সে নিচে পড়ে গেলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শরীরের বিভিন্ন স্থানে কেটে শরীর থেকে বিভিন্ন অংশ আলাদা করা হয়।”
তবে কী কারণে তাদের বিরোধ হয়েছিল, কেন তাকে হত্যা করা হল, তা এখনো জানাতে পারেনি পুলিশ।
নিহত জাকিরের সুরতহাল প্রতিবেদনে পুলিশ লিখেছে, জাকিরের মাথা, দুই হাত ও হাঁটু থেকে দুই পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। বালুচাপা অবস্থায় তার শরীরের পাঁচ টুকরো পাওয়া গেলেও ডান হাতটি পাওয়া যায়নি।
নিহতের ছোট ভাই মাসুদ হোসেন বলছেন, বহুবছর ধরে বাকইদিয়া এলাকায় তাদের জমিজমা নিয়ে মামলাও চলছে। জাকির সেসব মামলা পরিচালনা করতেন।
যাদের সঙ্গে মামলা, তারই ‘ভাড়াটে লোক দিয়ে’ জাকিরকে হত্যা করেছে বলে তার ভাইয়ের সন্দেহ।