Published : 16 May 2025, 11:59 PM
জৈষ্ঠ্যের দিনভর ভ্যাপসা গরমের পর রাতে এক পশলা বৃষ্টি দেখল রাজধানীর মানুষ।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় মূল বৃষ্টিটা হয়েছে রাত ৯টার পর। কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেটি পরে জানা যাবে।
“রাত ৯টার আগ পর্যন্ত ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিন ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং তা অব্যাহত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়; ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যশোরে দেশের সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া নেত্রকোণায় ২৯ মিলিমিটার ও চট্টগ্রামে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।