Published : 04 Jun 2025, 08:09 PM
ঢাকার বাসিন্দাদের বিনোদনের কথা বিবেচনা করে ঈদের পর রোববার সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।
আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেদিন শনিবার স্বাভাবিকভাবেই খোলা থাকবে চিড়িয়াখান।
রোববার চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি হলেও এবার ঈদ উপলক্ষে রোববারও খোলা রাখা হবে বলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় ৩ হাজার ৩০০ প্রাণী রয়েছে, যাদের দেখতে ঈদের অবকাশে দর্শনার্থীরা ভিড় করবেন।
ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চিড়িয়াখানায়। বুধবার গিয়ে দেখা যায়, চিড়িয়াখানার বিভিন্ন অংশ পরিষ্কার করার পাশাপাশি রাঙানো হচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, সড়ক, গাছ রঙ করে; পতাকা টানিয়ে, দর্শনার্থীদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা সম্বলিত বোর্ড বসিয়ে সাজানোর ব্যবস্থা করবেন তারা।
“ঈদের আগের দিনের মধ্যেই আশা করি শেষ করে ফেলতে পারব। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চিড়িয়াখানায় ঘুরতে পারে, এক্সিবিশনটা যেন সুন্দর হয় এগুলো করছি। দর্শনার্থীদের জন্য নিরাপত্তার জায়গাটায় বরাবরের মত এবারও প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্ঘলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, চিঠি দিয়েছি। ঢোকার জন্য গেইটে লাইন সংখ্যা বাড়ানোর কাজ কাজ চলছে।”
ঈদের ছুটিতে প্রতিদিন এক লাখ থেকে আড়াই লাখ দর্শনার্থীর ভিড় হয় মিরপুর চিড়িয়াখানায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। ৫০ টাকার টিকেট কেটে সেখানে দিনভর সময় কাটাতে পারেন দর্শনার্থীরা।