Published : 06 May 2025, 11:14 PM
বৃষ্টির স্বস্তি শেষে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুই থেকে তিনদিন তা অব্যাহত থাকবে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১২/১৩ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা কমবে তখন।
“এর মধ্যে বৃহস্পতিবার থেকে কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে খুলনার কয়রাতে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়া এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।