Published : 03 Jul 2025, 04:29 PM
ঢাকার মগবাজারে আবাসিক হোটেল থেকে এক সৌদি প্রবাসী ও তার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় তাদের স্বজন রফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী জানান, রিমান্ড শেষে রফিকুলকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন। তিনি আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রফিকুল মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা দরকার।
গত রোববার মগবাজারের আবাসিক হোটেল ‘সুইট স্লিপ’ থেকে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সৌদি প্রবাসী মনির হেসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আকতার স্বপ্না (৩৮) ও তাদের সন্তান আরাফাতকে (১৮) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে।
ঘটনার দুইদিন পর মঙ্গলবার রমনা থানায় হত্যা মামলা করেন ওই প্রবাসীর ভাই নুরুল আমিন। ইতালি প্রবাসী নুরুল মামলায় বলেছেন, আসামি রফিকুল ইসলাম তাদের চাচাত চাচা, যিনি কেরাণীগঞ্জে মনিরের দুই বাড়ি দেখভাল করতেন।
রমনা থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রফিকুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওইদিনই তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
মামলার এজাহারে বলা হয়, কোরবানির ঈদের আগে মনির হোসেন গ্রামে আসেন। তিনি দেশে আসার পর জমিজমা ও টাকা পয়সার হিসাব নিয়ে রফিকুলের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর মধ্যে ২৮ জুন ছেলের চিকিৎসার জন্য স্ত্রীসহ ঢাকায় আসেন মনির। তারাসহ ঢাকায় অবস্থান করা চাচা রফিকুল ইসলাম নিউ ইস্কাটন রোডের এসপিআরসি হাসপাতালে যান।
ওইদিন চিকিৎসকের সিরিয়াল না পেয়ে মনির স্ত্রী-সন্তানকে নিয়ে মগবাজারের ‘সুইট স্লিপ’ হোটেলে ওঠেন। বিকালে পাশের ‘ভর্তা ভাত’ হোটেলে গিয়ে খাবার খান মনির ও রফিকুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনিরের স্ত্রী ও সন্তানের জন্য খাবার নিয়ে হোটেল কক্ষে যান রফিকুল। এরপর রফিকুল তার বাসায় চলে যান।
মামলায় বলা হয়েছে, চাচা রফিকুলের আনা খাবার মনির ও তার পরিবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরে তারা বমি করতে থাকেন, তাদের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বাদী নুরুল বলেছেন, “আত্মীয়-স্বজনদের নিকট শুনে আমার ধারণা হয় যে, আমার ভাইয়ের সম্পত্তি আত্নসাৎ করার জন্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা করে তারা (মনির ও তার স্ত্রী-সন্তাস) হোটেলে অবস্থানকালীন তাদের খাবারের সাথে বিষ বা বিষ জাতীয় পদার্থ মিশিয়ে অথবা অন্য কোনো উপায়ে তাদের হত্যা করেছে।”
মগবাজারে ৩ মৃত্যু: আদালতে যা বললেন স্বজন রফিকুল
মগবাজারে ৩ মৃত্যু: স্বজন রফিকুল ২ দিনের রিমান্ড
মগবাজারে ৩ মৃত্যু: 'বিষ প্রয়োগে হত্যা'র অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
স্ত্রী-সন্তানসহ প্রবাসীর ময়নাতদন্ত, যা বললেন চিকিৎসক
ঢাকায় 'খাবারের বিষক্রিয়ায়' স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু