Published : 19 May 2025, 01:09 AM
ঢাকার বাড্ডা থানার আফতাবনগরে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে আরেকজন মৃত্যু হয়েছে।
শনিবার রাতের এ ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।
৩৫ বছর বয়সী মানসুরার মৃত্যু হয় রোববার রাত সাড়ে ১০টার দিকে; ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর আগে বিকালে মারা যায় তার চার বছরের মেয়ে তানজিলা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “রোববার রাত সাড়ে ১০টায় মানসুরা মারা গেছেন। শরীরের ৬৭ শতাংশ দগ্ধ মানসুরা এইচডিইউতে ভর্তি ছিলেন।”
আশঙ্কাজনক অবস্থায় মানসুরার স্বামী তোফাজ্জল হোসেন (৪৫), দুই সন্তান তানিশা (১১) ও মিথিলা (৭) ওই হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রাতে আগুনে দগ্ধ হওয়ার পর তাদেরকে সেখানে ভর্তি করা হয়।
সেদিন চিকিৎসক শাওন বলেছিলেন, তোফাজ্জলের শরীরের ৮০, মানসুরার ৬৮, তানিশার ৩০ ও মিথিলার ৬০ শতাংশ পুড়ে গেছে।
"তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। তাদের অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক,” বলেছিলেন তিনি।
দগ্ধদের মধ্যে চারজনকে এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে রাখা হয়।
বার্ন ইনস্টিটিউটে আসা পরিবারটির এক স্বজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফতাবনগরের ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন তারা। কয়েক দিন আগে পাশের সড়কে কাজ করার সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে গ্যাস বের হত।