Published : 20 Sep 2024, 11:20 PM
বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম দোপানিছড়ায় ‘সন্ত্রাসী আস্তানা’য় অভিযান চালিয়ে স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের তথ্য দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি।
শুক্রবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
খাগড়াছড়িতে ‘পাহাড়ি-বাঙালি’ সংঘর্ষ ও মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য শহর রাঙামাটিতে সংঘর্ষে হতাহতের মধ্যে বান্দরবানে অভিযানের তথ্য দিল বিজিবি।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে ‘পাহাড়ি ও বাঙালিদের’ মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর আসে। শুক্রবার বান্দরবানে মারা যান একজন।
শুক্রবার পাহাড়ের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সব বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পার্বত্য তিন জেলার সবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এরই মধ্যে বিজিবির বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য অবহিত করে বলা হয়েছে, বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন বান্দরবানের রুমা সীমান্তবর্তী দুর্গম এলাকা দোপানিছড়া-সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা গেঁড়ে একদল পাহাড়ি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
“এর পরিপ্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে দোপানিছড়া এলাকার আনুমানিক সাড়ে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্তসংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায বিজিবি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুটি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, তিনটি এসবিবিএল (একধরণের একনলা বন্দুক), ২১ রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, একটি সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন ধরনের ক্যামেরা, গোপন ক্যামেরা, গোপন অডিও রেকর্ডার, দুটি ওয়াকিটকি, একটি দূরবীণসহ কয়েকটি মোবাইল, সোলার সিস্টেম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেখানে কয়েকজনের জন্য রান্নার প্রয়োজনীয় উপকরণ এবং রসদও ছিল।
আস্তানাটিতে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার ও রান্নাঘরসহ বিভিন্ন কাঠামোর সন্ধান পাওয়া যায়, যেগুলো সব সমূলে ধ্বংস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।