Published : 24 May 2025, 01:28 AM
রাজধানীর যাত্রাবাড়ীতে হাত বোমা বিস্ফোরণে পাঁচজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, বোমাটি হানিফ ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হয়েছে।
আহতদের মধ্যে জুয়েল ব্যাপারীকে (৪০) শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত ও বাঁ পায়ে ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে।
যাত্রাবাড়ী পার্কে গত ১৫ মে একটি বৃক্ষমেলা শুরু হয়। নিরাপদ সড়ক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল নার্সারি যৌথভাবে এ মেলা আয়োজন করে।
আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী বলেন, সেই মেলায় তারা অংশগ্রহণ করেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হঠাৎ করে ওপর থেকে একটি হাত বোমা এসে জুয়েলের সামনে বিস্ফোরিত হয়।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী রমজানুল হক বলেন, "রাত ১০টা ১০ মিনিটের দিকে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করলে সেটা নার্সারির ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। এতে পাঁচজন আহত হন। জুয়েল ছাড়া বাকিদের আঘাত গুরুতর নয়। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।"