Published : 03 Jun 2025, 08:42 PM
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, ফরহাদ হোসেনের সৈয়দা মোনালিসা ইসলাম, তাজুল ইসলামের হাসু ইসলাম, সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম। নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, যশোর-৬ আসনের সাবেক এমপি মো. শাহীন চাকলাদার, এস আলম গ্রুপ ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ ও মো. মাসুদুর রহমান শাহ।
দুদকের ছয়টি আবেদনের শুনানি নিয়ে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকার ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। তিনি মেহেরপুর-১ আসনের সাবেক এমপি।