Published : 18 Feb 2025, 04:31 PM
ঢাকার উত্তরায় জমজম টাওয়ারের সামনের সড়কে রাইদা পরিবহনের একটি বাসের চাপায় মাঝবয়সী এক নারী মারা গেছেন।
উত্তরা পশ্চিম থানার এসআই মনির হাসান জানিয়েছেন গেনেদা নামে ৫৫ বছর বয়সী ওই নারী একজন গৃহকর্মী। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে এর চালক কবির হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন এসআই হাসান।
তিনি বলেন, “গৃহকর্মী গেনেদা প্রতিদিনের মতো বাসাবাড়ির কাজ শেষে জমজম টাওয়ারের মোড়ের দক্ষিণ পাশ থেকে রাস্তা পার হয়ে উত্তর দিকে যাচ্ছিলেন। এ সময় মাঝখানের আইল্যান্ড পার হয়ে সড়কে নামার সাথে সাথে পশ্চিম দিক থেকে আসা রাইদা পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত জনতা ও ট্রাফিক পুলিশের সহায়তায় বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই এসআই।
তিনি বলেছেন, এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই মনির।