Published : 25 Sep 2024, 07:09 PM
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম- ইউএনওডিসি।
বুধবার বিকালে আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাতে সংস্থাটির প্রতিনিধি দল এমন আশ্বাস দিয়েছে বলে পুলিশ সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রতিনিধি দলে ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি মার্কো টিশেরা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।
সাক্ষাতের আলোচনায় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানবপাচার, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশ-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসিকে ধন্যবাদ জানান আইজিপি। ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।