ঢাবি ক্যাম্পাসে নেই আতশবাজি, নেই ফানুস, ভিন্ন মেজাজে বর্ষবরণ
২০২৪ সালকে স্বাগত জানাতে ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছানোর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা প্রকম্পিত হচ্ছিল বাজি-পটকার শব্দে। তবে প্রবল কড়াকড়ির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্ষবরণে এবার রঙিন আলোকচ্ছ্বটা ছিল না।