Published : 07 Jun 2025, 08:03 AM
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরবানির ঈদের প্রথম জামাত অংশ নিয়েছেন হাজারো মুসলমান।
শনিবার সকাল ৭টায় এ মসজিদে এবারের ঈদুল আজহার প্রথম জামাত হয়। সেখানে ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী।
ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে বায়তুল মোকাররমে। পৌনে ৭টার মধ্যে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদের নামাজ শেষে মোনাজাতে হাত তোলেন সবাই। দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন।
নামাজ শেষে চলে একে অপরের সঙ্গে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়।
প্রতিবছরের মত এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে। সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং ১০টা ৪৫ মিনিটে সবশেষ জামাত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী দ্বিতীয় জামাতে ইমামতি করবেন।
এরপর ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ তৃতীয় জামাতে, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ চতুর্থ জামাতে এবং ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন।
ঈদ জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে।
কোরবানি ঈদের সকালে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। ঢাকায় সকালটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি বাগড়া দেয়নি।