Published : 29 Jun 2025, 09:56 PM
টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ আইনজীবী নেতার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে রোববার এসব মামলা হয়। আদালত মামলা তিনটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, একটি মামলা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু।
তিনি বলেন, আরেকটি মামলা করেছেন কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মোল্লা। আরেকটি মামলার বাদি জহিরুল হাসান মুকুল। তিন মামলায় আসামি করা হয়েছে ১১ জনকে। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৫ অগাস্ট মামলার পরবর্তী দিন ফেলা হয়েছে।
মামলার আসামিরা হলেন, ২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন, কোষাধ্যক্ষ ওমর ফারুক, ২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ সাধারণ সম্পাদক প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা মুন্নি এবং ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও কোষাধ্যক্ষ নুর হোসেন।
একটি মামলায় আব্দুর রহমান হাওলাদার, আনোয়ার শাহাদাত শাওন, আবুল কালাম মো. আক্তার হোসেন ও ওমর ফারুকের বিরুদ্ধে আইনজীবী সমিতির ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
আরেক মামলায় মিজানুর রহমান মামুন, গোলাম কিবরিয়া জোবায়ের, প্রাণনাথ ও বিবি ফাতেমা মুন্নির বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২৯০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
তৃতীয় মামলায় ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মো. মাহবুবুর রহমান, ফিরোজুর রহমান মন্টু ও নুর হোসেনের বিরুদ্ধে।