Published : 03 Jun 2025, 09:19 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে নুরিন সিদ্দিকের ২৪ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দ হওয়া সম্পদের মধ্য বারিধারার ডিওএইচএসের ৭ তলা বাড়ি, একই এলাকার ৭ তলা আরেকটি ভবনের তিনটিসহ পাঁচটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির ৪টি প্লট এবং বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্লট।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, জব্দ হওয়া জমিগুলোর অবস্থান নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পদ জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক, শাহীন সিদ্দিক ও নুরিন সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তারা স্থাবর সম্পদ ‘অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন।
এর আগে গত ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
২৯ এপ্রিল তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও দুই মেয়ে বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
১৪ মে তাদের ১৩টি ব্যাংক হিসাবের ছয় কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।