Published : 01 Jun 2025, 09:45 PM
মোবাইল ফোনে ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর নিয়োগপ্রক্রিয়ায় ‘অনিয়ম’ এবং প্রায় ১৫০ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে ডেকেছে দুদক।
রোববার দুর্নীতি দমন কমিশন-দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠিক জিজ্ঞাসাবাদ না।
“আজকে অভিযানকালে ওনার সঙ্গে কথা বলে তথ্য নিতে পারেনি টিম। তাই কালকে একটু আসতে বলেছে। তবে তারা আসতে বাধ্য না।”
তার আগে নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়মের’ অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে নগদের বনানী কার্যালয়ে অভিযান চালায় দুদক।
সংস্থার প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে নগদে নিয়োগের ক্ষেত্রে ‘অনিয়মের’ প্রাথমিক সত্যতা পাওয়ার কথা দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “নগদে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
অভিযানের পর সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক বলেছে, নিয়োগে ‘অনিয়মের’ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অধিকতর তদন্তের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্যদিকে, প্রায় ১৫০ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ খতিয়ে দেখতে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। নথিগুলো সংগ্রহের পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাৎ’ সংক্রান্ত সব তথ্য-উপাত্ত যাচাই-বিশ্লেষণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশনে প্রতিবেদন দাখিল করবে।
পুরনো খবর: