Published : 19 Oct 2024, 09:32 PM
পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক ধারা তৈরির আশা করছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।
তাদের সংগঠন ক্যাম্পাসগুলোতে কোনো দলীয় লেজুড়বৃত্তি চায় না মন্তব্য করে তিনি বলেন, ”কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির।”
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্ররাজনীতির সংস্কার নিয়ে মঞ্জুরুল বলেন, “স্বৈরাচার সরকারের আমলে ছাত্ররাজনীতি একটি কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। ছাত্রলীগের কর্মকাণ্ডে গণরুম কালচার, ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য এবং অন্যান্য সংগঠনের সহাবস্থান সহ্য না করার প্রবণতা লক্ষ্য করা যায়।
“এর বিপরীতে ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে কাজ করে এবং সকলের জন্য একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে।"
চব্বিশের আন্দোলনের মাধ্যমে একটি ‘ফ্যাসিস্ট’ যুগ ও আগের সরকারের আমলের ‘দুঃশাসন’ বিদায় হলেও এখনও প্রতিনিয়ত সেই আমলের ‘নগ্ন হস্তক্ষেপ’ প্রকাশ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
“এখনও এই ‘ফ্যাসিবাদের’ পক্ষে কথা বলে এই শক্তিকে আমরা দেখতে পাই। আমরা এও দেখতে পাচ্ছি, এই জাতিকে নিয়ে বিভিন্ন সময়ে সময়ে ২৪-এর আন্দোলনের পরেও ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জাতিকে ভিন্ন দিকে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে।”
তার ভাষ্য, প্রতিষ্ঠাকাল থেকে ছাত্রশিবির নানা ঘাতপ্রতিঘাত, অন্যায় ও জুলুমের মধ্য দিয়ে এগিয়ে গেছে এবং এখনও দৃঢ়ভাবে আদর্শ ও ন্যায়পরায়ণতার পতাকা বহন করে চলেছে।
মতবিনিময় সভায় সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতা এবং ঢাকার বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।