Published : 17 May 2024, 02:11 PM
জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের চুক্তিভিত্তিক নিয়োগের এক বছরের মেয়াদ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে পদায়ন করা হয়েছে।
আর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে সচিব পদে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সেলিম উদ্দিনের জায়গায় বসানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থবিভাগের অতিরিক্ত সচিব হিসাবে সংযুক্ত মো. আব্দুর রহমান খানকে।
এই পদ থেকে অবসরে যাওয়া শেখ মোহাম্মদ সলীম উল্লাহও ২০২১ সালের ২৮ অগাস্ট অর্থবিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হয়ে এসেছিলেন।
জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অবসরে যাওয়া শেখ মোহাম্মদ সলীম উল্লাহ দুজনই বিসিএস ১০ ব্যাচের কর্মকর্তা ছিলেন। এক বছর আগে অবসরে যাওয়ার পর তপন কান্তি ঘোষকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার, যার মেয়াদ আগামী ১৮ মে তারিখে শেষ হবে।
১৯৮৯-১৯৯০ সালে ১০ বিসিএস অনুষ্ঠিত হয়েছিল যার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ১৯৯১ সালে।
তপন কান্তি ঘোষ ২০২১ সালের ৩ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। তার আগে ২০২০ সালের ৭ জুলাই থেকে ২০২১ সালের ২ জুন পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।