Published : 06 Jan 2025, 03:49 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে সাব্বির হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মাসুমা রহমান সোমবার এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
ওইদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। ওইদিন বাকি দুইজনের বিষয়ে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর পর এদিন আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখান হয়েছে।
মামলা অভিযোগে বলা হয়েছে, সাব্বির হোসের রাজধানীতে একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি করতেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার ৭ নম্বরে সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র সরণিতে মিছিলে হোসেন অংশ নিয়েছিলেন।
“ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এসময় সাব্বির হোসেনে গলায় গুলি লাগে। পরে আবরার হানিফ নামের ২৬ বছর বয়সী এক ব্যক্তি হাসানকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে যান এবং সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হোসেনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।