Published : 14 May 2025, 09:30 PM
শিক্ষাকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “শিক্ষা এমন একটা ইনভেস্টমেন্ট, এমন একটা বিনিয়োগ, যেটা চুরি করে নিয়ে যাওয়া যায় না। আমি তো দেখছি কোটিপতি লোকজন এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বহু ব্যাংক ব্যালেন্স ছিল, নেই। কিন্তু যার শিক্ষা আছে, ডিগ্রি আছে, জ্ঞান আছে, সেটা কিন্তু কেউ নিতে পারছে না।
“যতরকম আইন কানুনই করা হোক, সেটাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটাই সবচাইতে একটা বড় ইনভেস্টমেন্ট। এজন্য আমি সবসময় সবাইকে বলি লেখাপড়া শিখতে বলেন এবং পড়ালেখাটা কন্টিনিউ করেন। এর চেয়ে বড় বিনিয়োগ কিন্তু বোধ হয় আর হয় না।”
বুধবার বিকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
সদ্য গ্রাজুয়েটদের উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাতে মানুষের, দেশের উপকার হবে। আর সেটাই সবচেয়ে বড় জিনিস। একজন মজুরের সন্তানও শিক্ষার মাধ্যমে অনেক উপরে উঠে আসে। টাকা পয়সা দিয়ে হয় তো অনেকে সমাজ উপরে যায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী।”
সমাবর্তন বক্তা হিসেবে গ্র্যাজুয়েটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক আইনুন নিশাত।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মেদ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক শারমিন রেজা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।