Published : 06 Jan 2024, 07:20 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সব নির্বাচনি কেন্দ্রে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়েছে সিটি করপোরেশন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ সিটি জানিয়েছে, করপোরেশনের আওতাধীন এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় মিলিয়ে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪২টি।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সকালে ‘লার্ভিসাইডিং’ ও বিকালে ‘এডাল্টিসাইডিং’ করা হয়। কেন্দ্রগুলোয় প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডারও ছিটানো হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসির অঞ্চল-১ এ ৪৮টি, অঞ্চল-২ এ ২৫০টি, অঞ্চল-৩ এ ১০৮টি, অঞ্চল-৪ এ ৯৯, অঞ্চল-৫ এ ৯৭টি, অঞ্চল-৬ এ ১৯টি, অঞ্চল-৭ এ ১৬টি, অঞ্চল-৮ এ ২৫টি, অঞ্চল-৯ এ ২২টি এবং অঞ্চল-১০ এ ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র করা হয়েছে।