Published : 20 Sep 2024, 10:14 PM
ঢাকার আফতাবনগর এলাকার একটি ঝোপ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যার শরীরে মারধরের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে আফতাবনগর দাশেরকান্দি তালতলা এলাকা থেকে লাশ উদ্ধারের কথা জানান খিলগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল হাসান।
নূর ইসলাম (৫০) নামে ওই ব্যক্তি বাংলাদেশ মহিলা সমিতির জুতা তৈরির প্রশিক্ষক ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন কেরানীগঞ্জে। সেখানে একটি মুদি দোকানও চালাতেন।
নিহতের স্ত্রী আসমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন তার স্বামী। সেদিন বেলা ১১টা পর্যন্ত মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। তবে এরপর তার নম্বরে ফোন করলেও কেউ ধরেনি।
এসআই আব্দুল্লাহ আল হাসান বলেন, ঝোপের মধ্যে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে প্রথমে বাড্ডা থানা পুলিশ গেলেও জায়গাটি খিলগাঁওয়ে পড়ায় খিলগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে সিআইডি আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় শনাক্ত করে।
“তার শরীরের বিভিন্ন স্থানে পেটানোর জখম রয়েছে। কারা তাকে মেরেছে, সেটি স্পষ্ট নয়। তবে ছিনতাইকারীরা তাকে পিটিয়ে হত্যা করে সেখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, “কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।”