Published : 20 May 2025, 06:24 PM
ঢাকার তেজগাঁওয়ের ‘পথশিশু পুনর্বাসন কেন্দ্রের’ এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানিয়েছে।
১২ বছরের শিশুটির নাম রহমতউল্লাহ। পুনর্বাসন কেন্দ্রের রেজিস্ট্রারে তার ঠিকানা মুগদা মান্ডা এলাকা। তার বাবা মাসুম খান রিকশাচালক।
পুনর্বাসন কেন্দ্রের আবাসিক স্বাস্থ্যকর্মী সরজিত কুমার বিশ্বাস বলেন, “২ মাস আগে শিশুটিকে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে এনে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সকালে তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল।”
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “শিশু মৃত্যুর ঘটনাটি কেন্দ্রের আবাসিক স্বাস্থ্যকর্মী সরজিত কুমার বিশ্বাস আমাদেরকে লিখিতভাবে অবগত করেছেন। শিশুটির ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।