Published : 08 Jun 2025, 06:57 PM
জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সেনা সদস্য ও তাদের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওযাকার-উজ-জামান।
ঈদুল আজহার পরের দিন রোববার সেনা ভবনে এই শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে সেনাপ্রধানের স্ত্রীও উপস্থিত ছিলেন বলে সেনাবাহিনীর ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়।
সেখানে বলা হয়, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিরা সেনাপ্রধান এবং তার স্ত্রীর সান্নিধ্য পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হন।