Published : 18 May 2025, 01:34 AM
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরিভাবে দেশে ফিরে আসার আদেশ দেওয়া হয়েছে।
ইয়াঙ্গুনের দূতাবাসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রতিস্থাপক ছাড়াই তাকে ফিরে আসতে গত ১৩ মে আদেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশের এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, “মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরিভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ প্রদান করা হল “
এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।