Published : 07 Jan 2025, 10:12 PM
আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ভবনের গ্যারেজ থেকে এক ব্যক্তিকে আটকের পর চুরির অভিযোগে মামলা দেওয়া হয়েছে।
শেরে বাংলা নগর থানায় সোমবার মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে এ থানার ডিউটি অফিসার মোস্তাফির বিল্লাহ জানিয়েছেন।
আল আমিন নামে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি কাফরুল থানার ইব্রাহিমপুরের বাসিন্দা।
ঘটনার বর্ণনায় মঙ্গলবার রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্ডার গ্রাউন্ডের গ্যারেজে প্লাস্টিকের কভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার সে প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। বিষয়টি নিরাপত্তাকর্মী আরিফুর রহমান দেখে চোর চোর বলে চিৎকার করেন। সেসময় অন্যরা ছুটে এসে আল আমিনকে ধরে পুলিশে খবর দেয়।”
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও ভবনের নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পিএসসি।