Published : 25 Dec 2024, 10:22 PM
আওয়ামী লীগ সরকার পতনের দিন রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গুলিতে এক শিক্ষার্থী নিহতের মামলায় রবিউল ইসলাম রবি নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মো. জাকির হোসাইন বুধবার তার রিমান্ড ও জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।
ঢাকা জর্জ কোর্টের আইনজীবী রবিউলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী নাদিম ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক।
গত ৫ অগাস্ট উত্তরা পশ্চিম থানা এলাকায় গুলিবিদ্ধ হন মো. জসীম নামে এক শিক্ষার্থী। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। সরকারপতনের পর ওই ঘটনায় গত ১১ ডিসেম্বর জসিমের মা মোছা. ফরিদা ২০৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার ১০ নম্বর আসামি রবিউলকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।
তার রিমান্ড আবেদনে বলা হয়, রবিউল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে উত্তরায় সহযোগীদের নিয়ে ‘সক্রিয়’ ছিলেন। তার ‘নেতৃত্বে’ মামলার অন্য আসামিরা গত ৫ অগাস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালালে জসিম নিহত হন। তিনি মামলার তথ্য না দিয়ে ‘কৌশলে এড়িয়ে’ যাচ্ছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে তাকে ১০ দিন ‘নিবিড়ভাবে’ জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ আবেদনের বিরোধিতা করে আইনজীবী নাদিম মাহমুদ বলেন, “ঘটনার সঙ্গে আসামির কোনো সম্পৃক্ততা নেই। তিনি আন্দোলনকারী ছাত্রদের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করেছেন। তিনি ছাত্রদের পক্ষে ছিলেন। তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।”