Published : 30 Jul 2024, 05:30 PM
দুই বছর আগে নিয়োগ পাওয়া হাই কোর্টের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।
এ ৯ বিচারপতি হলেন- মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ ও এ কে এম রবিউল হাসান।
দুই বছর আগে হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ১১ জনকে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে তাদের ৯ জনের নিয়োগ স্থায়ী করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বাকি দুজনের নিয়োগ স্থায়ী করা হয়নি, তারা হলেন বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন। তাদের আরও ৬ মাস অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।