Published : 29 Jan 2024, 04:10 PM
সেপ্টেম্বর মাসের জন্য তালিকাভূক্ত নিম্ন আয়ের মানুষের মাঝে সুলভ মূল্যের পণ্য বিপণন অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার।
এদিন সকাল ১০টায় ফার্মগেইট খামারবাড়ি টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিপণন উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বর্তমানে ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি বিতরণ করা হচ্ছে টিসিবির নির্ধারিত বিপণন কেন্দ্র থেকে।
ঢাকাসহ সারাদেশের স্থায়ী অবকাঠামোতে অবস্থিত দোকানগুলোতে ডিলার নিয়োগ দিয়ে পণ্য বিপণন করে টিসিবি। এর পাশাপাশি কিছু কিছু স্থানে ট্রাক থেকে বিতরণ করেন ডিলাররা।
সারাদেশের গ্রাম কিংবা শহরে ফ্যামিলি কার্ডধারী ব্যক্তিরা কার্ড দেখিয়ে মাসে মাসে পণ্য উত্তোলন করেন বাজারের তুলনায় কম মূল্যে। গত জুলাই মাস থেকে খাদ্য অধিদপ্তরের সহায়তায় ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে কয়েকমাস ধরে পণ্যের তালিকায় নেই পেঁয়াজ যা এখন মূল্য বৃদ্ধির তালিকায় অন্যতম।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)