Published : 13 Aug 2024, 06:45 PM
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ প্রথম কেবিনেট বৈঠকে বসেছে।
মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে যোগ দিতে উপদেষ্টারা সেখানে উপস্থিত হয়েছেন। বিকাল সাড়ে ৪টায় এ বৈঠক শুরুর সূচি রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিকাল পৌনে ৫টায় যোগাযোগ করা হলে একজন যুগ্ম সচিব বলেন, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।
বিকালে সেখানে গিয়ে দেখা যায়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ‘গুম’ হওয়া ব্যক্তিদের স্বজনরা নিখোঁজদের ফেরত দেওয়ার দাবিতে যমুনার সামনে বসে আছেন। অন্তত ৫০ জন সেখানে অবস্থান নিয়েছেন, যাদের অধিকাংশই নারী।
এর কিছুক্ষণ পর সেখানে একটি মিছিল নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। সরকার পতনের পর তারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ঘরবাড়িতে হামলার বিচার দাবি নিয়ে এসেছেন। ‘সনাতন অধিকার মঞ্চের’ ব্যানারে তারা দাবি তুলে ধরছেন।
এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যুমনা প্রদক্ষিণ করে যায়। কাকরাইল মোড় থেকে এসে মিছিলটি মিন্টু রোড হয়ে শাহবাগের দিকে চলে যায়।
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে গত বৃহস্পতিবার নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।