Published : 15 May 2025, 08:30 PM
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত হয়। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এদিন মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য একটি কমিটি করা হয়েছে।
কমিটিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের রাখা হয়েছে।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠকে সম্পূরক বিষয় হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
তবে বিষয়টি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিস্তারিত জানায়নি। বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন হয়, সেখানেও এ নিয়ে বিস্তারিত ছিল না।
বৈঠকে ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় নগর নীতি ২০২৫ এর খসড়া অনুমোদন হয়েছে বৈঠকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি প্রস্তাবিত ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পুনর্গঠন করবে।
কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্থানীয় সরকার বিভাগ। আর পুনর্গঠিত খসড়া নীতি উপস্থাপন করতে হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে।