Published : 01 Feb 2023, 10:00 PM
একুশে বই মেলা উদ্বোধনের পর সিআরআইর স্টলে এসে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রাফিক নভেলের সবক’টি খণ্ড একত্রে কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।
বুধবার বিকালে মাসব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, বইও কেনেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে গ্রাফিক নভেল ‘মুজিব’ ১০ খণ্ডে প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮৪৫-৮৪৬ নম্বরে রয়েছে সিআরআইর স্টল। সেখানে সিআরআই প্রকাশিত বিভিন্ন বই এবং সাময়িকী হোয়াইটবোর্ডের প্রতিটি সংস্করণ পাওয়া যাচ্ছে।
শিশুদের কাছে সমাদৃত গ্রাফিক নভেল মুজিবের ১০ খণ্ড একত্রে কেনার পাশাপাশি আলাদাভাবেও প্রতিটি খণ্ড কেনা যাচ্ছে।
সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, “মেলা পরিদর্শনকালে গ্রাফিক নভেলের সবকটি খণ্ড একত্রে কিনে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিনিময়ে প্রদান করেন ১ হাজার টাকা।”
এই গ্রাফিক নভেলের প্রতিটি খণ্ডের খুচরা মূল্য ১৫০ টাকা এবং একত্রে ১০ খণ্ড মেলায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর ভিত্তি করে ২০১৫ সালের ১৭ মার্চ প্রকাশিত হয় গ্রাফিক নভেল মুজিবের প্রথম খণ্ড। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দশম খণ্ড প্রকাশিত হয়।
এই গ্রাফিক নভেল ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে।
বঙ্গবন্ধুর দৌহিত্র, সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে গ্রাফিক নভেল ‘মুজিব। বইটির সম্পাদক শিবু কুমার শীল এবং কার্টুনিস্ট হিসেবে ছিলেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।