Published : 16 May 2024, 08:05 PM
ঢাকার বাড্ডায় রক্সি ফোম লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সাঁতারকুলে ইয়াছিন নগরের ওই কারখানায় আগুন লাগে। এতে কারখানার কর্মচারী মফিদুল ইসলাম (৩৭) মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, কারখানার ভেতরে আগুন দেখে দুই কর্মচারীর মধ্যে মামুন নামে একজন বের হতে পারলেও মফিদুল বের হতে পারেননি।
তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে মফিদুলের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মহিদুলের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। কাজের সূত্রে তিনি রক্সি ফোম কারখানাতেই থাকতেন।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বলেন, এক ঘণ্টা ২০ মিনিটের এ আগুনে একজন মারা গেছেন। এতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মালামাল ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।