Published : 20 Mar 2025, 09:30 PM
উড়োজাহাজ উড্ডয়নরত অবস্থায় মোবাইল ফোন চার্জ করার পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি নিজেদের ফেইসবুক পেইজে বুধবার রাতে এক পোস্টে বলেছে, যাত্রীরা বিমানের ইউএসবি পোর্টের মাধ্যমে পোর্টেবল পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না। সেইসঙ্গে ফ্লাইট চলাকালে ব্যক্তিগত ডিভাইস চার্জ করতেও পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন না।
রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি বলছে, লিথিয়াম ব্যাটারিজাতীয় পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে যাত্রী নিরাপত্তায় আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতির (আইএটিএ) বিপজ্জনক পণ্য নিয়ন্ত্রণ বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে বিমান। বিষয়টি নিয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
এ বছরের ২৮ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি উড়োজাহাজে আগুন লাগে। ওই ফ্লাইটে ১৭৬ আরোহী ছিলেন। অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর পাওয়া না গেলেও তিনজন আহত হন।
এরপর গত ১৪ মার্চ দেশটির পরিবহন মন্ত্রণালয় আগুন লাগার কারণ হিসেবে পাওয়ার ব্যাংকের কথা জানায়। প্রাথমিক তদন্তের বরাতে বলা হয়, পাওয়ার ব্যাংক ব্যাটারির ইনসুলেশন ভেঙে যাওয়ার কারণে আগুন লেগে থাকতে পারে। পাওয়ার ব্যাংকটি উড়োজাহাজের লাগেজ বগিতে পাওয়া যায়। আর সেখানেই আগুনের সূত্রপাত হয়। পাওয়ার ব্যাংকটিতেও পোড়া চিহ্ন ছিল।
বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো নিরাপত্তাজনিত কারণে বছর কয়েক ধরে চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ করেছে। এর কারণ হল, এই ডিভাইসে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত তাপ এবং আগুনের কারণ হতে পারে, যদি ব্যাটারিতে কোনো ত্রুটি থাকে।
আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী, যাত্রীবাহী উড়োজাহাজে কার্গো হোল্ডে লিথিয়াম-আয়ন ব্যাটারি নিষিদ্ধ। এয়ার বুসানে আগুনের এক সপ্তাহ পর বিমানসংস্থাটি বিষয়টি নিয়ে বিধিনিষেধ আরও কঠোর করে। যাত্রীদের পাওয়ার ব্যাংক উড়োজাহাজে নেওয়ার অনুমতি না দেওয়ার কথা বলছে তারা।
পুরনো খবর-
পাওয়ার ব্যাংক থেকেই আগুন দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজে, আলামত তদন্তে