Published : 13 May 2025, 09:49 PM
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ‘বাংলাদেশ’স অ্যাডাভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট)’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
এ প্রকল্পের বিষয়ে অনাপত্তি চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের কাছে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের প্রকল্পের বিষয়ে ইআরডির সম্মতি নিতে হয়। ইউএনডিপির প্রস্তাবিত ব্যালট প্রকল্পটির বিষয়ে অনাপত্তি চেয়ে আমরা চিঠি দিয়েছি।”
“সায় পেলে ২০২৫-২০২৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি।
এজন্য ১৪ জানুয়ারি এক দফা বৈঠকের পর ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদকে কেন্দ্র করে ১৯ জানুয়ারি কারিগরি সরঞ্জামও দেয় ইসিকে।
পরে ২৩ জানুয়ারি নির্বাচন ভবনে ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে আরেকত দফা বৈঠকের পর ইসি সচিব বলেন, “তারা আমাদের কিছু সহযোগিতা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কিছু কারিগরি সহযোগিতা, যেমন ক্যামেরা, কম্পিউটার বা হার্ডওয়্যার জাতীয় সহযোগিতা। আরেকটা জিনিস হচ্ছে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে ইউএনডিপি।”
ইসি কর্মকর্তারা বলেছেন, ব্যালট প্রকল্পের ব্যাপ্তি ২০২৫-২০২৭ সাল এবং প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৪৮৬ ডলার (প্রায় ২১৯ কোটি টাকা, ১৩ মে ডলারের বিনিময় হার অনুযায়ী)।
এর আগে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালী করা সংক্রান্ত (এসইএমবি) একটি প্রকল্পেও সহায়তা ছিল ইউএনডিপির।
আরও পড়ুন