Published : 12 May 2025, 03:03 PM
ঢাকার শেওড়াপাড়া এলাকার একটি বাসায় দুই বোনকে হত্যার ঘটনায় ‘রহস্য উদঘাটনের’ দাবি করে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় জানিয়েছেন, হত্যাকাণ্ডের ওই ঘটনায় গোলাম রাব্বানী তাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন বিকাল চারটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন উপ কমিশনার মুহাম্মদ তালেবুর।
শুক্রবার রাতে পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ছুরিকাঘাত এবং শিল–পাটার আঘাতে দুই বোন মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগমের (৫২) লাশ উদ্ধার করে পুলিশ।
শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন ওই বাড়িটির মালিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের পরিবার। যেখানে নিহতদের পরিবার প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছিলেন।
নিহত মরিয়ম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সাবেক সহকারি পরিচালক ছিলেন, ২০২১ সালে তিনি অবসরে যান। তার স্বামী কাজী আলাউদ্দিনও বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বেশিরভাগ সময় বরিশালে গ্রামের বাড়িতে থাকেন।
তাদের বড় মেয়ে ইসরাত জাহান খুসবু থাকেন আমেরিকায়, আর ছোট মেয়ে নুসরাত জাহান বৃষ্টি ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন।
নিহত সুফিয়া অবিবাহিত ও মানসিকভাবে কিছুটা ‘অস্বাভাবিক’ ছিলেন, তিনি বোনের সঙ্গেই বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ওই বাসার দরজা বাইরে থেকে তালা মারা ছিল। মরিয়মের মেয়ে নুসরাত সন্ধ্যায় দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পরে তদন্তে নেমে সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, ঘটনার দিন জুমার নামাজের কিছুক্ষণ আগে শার্ট গায়ে ও মাথায় ক্যাপ পরা এক যুবককে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তার পিঠে ব্যাগ ছিল।
দেড় থেকে দুই ঘণ্টা অবস্থানের পর ওই যুবক বের হয়ে চলে যাওয়ার সময় তার মাথায় ক্যাপ থাকলেও গায়ে শার্টের পরিবর্তে ‘টি-শার্ট’ দেখা গেছে।
‘জুমার নামাজের আগে থেকে দুপুর আড়াইটার মধ্যে’ এই হত্যাকাণ্ড হয়েছে ধারণা নিয়ে ওই যুবকের সন্ধানে নামে পুলিশ। যার ধারাবাহিকতায় রোববার রাতে সন্দেহভাজন ওই যুবককে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিলেন ডিবির এক কর্মকর্তা।
এখন ওই যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন পুলিশ।