Published : 18 May 2025, 09:31 PM
রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তির আগুন সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার রাত ৭টা ৫৫ মিনিটে লাগা আগুন রাত ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছে সংস্থাটি। কারও আহত হওয়ার তথ্যও এখনও পায়নি তারা।
ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে ৮টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মিরপুর ফায়ার স্টেশনের তিনটি, কুর্মিটোলার দুটি ও পল্লবীর দুটি ইউনিট রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।