Published : 08 May 2025, 06:10 PM
দুর্নীতির দুই মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট।
সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করে বৃহস্পতিবার আদেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ।
তুহিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
এর আগে গত ২৯ এপ্রিল তুহিন আপিলের শর্তে জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার দুই বিচারিক আদালত।
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য তুহিন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামের ছেলে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় দুইটি মামলা দায়ের করে দুদক।
এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় তিন বছর ও পাঁচ বছর করে মোট আট বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে রায় দেয় আদালত। তবে দুই ধারার সাজা একত্রে চলবে জানিয়ে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছিল।
এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে পৃধক দুই ধারায় তিন বছর এবং ১০ বছর অর্থাৎ ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় তুহিনকে।
মামলার শুরু থেকে পলাতক ছিলেন সাবেক এমপি তুহিন। রায় ঘোষণার ১৭ বছর পরে আপিল করে জামিন পেলেন তুহিন।