Published : 06 Aug 2024, 12:01 AM
সব ধরনের অফিস-আদালত মঙ্গলবার থেকে খোলার সিদ্ধান্ত এলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
অসহযোগ ও কারফিউর পরিস্থিতির মধ্যে শনিবার কিছু কারখানা খোলা থাকলেও রোব ও সোমবার দেশের সব পোশাক কারখানাই বন্ধ ছিল।
সোমবার শেখ হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঢাকাসহ দেশের সব জেলা থেকে বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে আগুন দেওয়ার খবর আসছে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে বলে তথ্য দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর –আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।"
আর সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কোটা আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন সোমবার দুপুরে ঢাকার নিয়ন্ত্রণ যায় ছাত্র-জনতার দখলে।
দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জনতার স্রোত ঢুকে যায় গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায়।
বিকালে রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ঘোষণা দেন।